sopnobaz.com sopnobaz event company

তরুণ উদ্যোক্তাদের স্বপ্নবাজ লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বেকার যুব সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে চলেছে।

বেকারদের কর্মসংস্থান ও তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা দিয়ে থাকে তারা।

এরই ধারাবাহিকতায় ঢাকার বাইরে স্বপ্নবাজের কার্যক্রম ছড়িয়ে দিতে দেশের ১২টা রিজিওনে যুক্ত করা হয়েছে রিজিওনাল ম্যানেজার।

শুক্রবার সকালে রাজধানীর স্টেট ইউনিভার্সিটির অডিটরিয়ামে ‘মিটাপ প্রোগ্রাম’-এ এসব কথা বলেন বক্তারা।

প্রোগ্রামে উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপগুলো নিয়ে আলোচনা করেছেন কয়েকজন প্রশিক্ষক।

তারা হলেন স্টেট ইউনিভার্সিটির প্রভিসি অধ্যাপক ড. আনোয়ারুল কবির, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেইনার ড. আলমাসুর রহমান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সিইও রিবেল মনোয়ার, এসইউবির সেলস স্পেশালিস্ট সোহান হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রিজিওন থেকে আগত রিজিওনাল ম্যানেজাররা, স্বপ্নবাজ লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও শিশির মাহমুদ, কো-ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ইমতিয়াজ চৌধুরী, মো. আলাউদ্দিন এবং জাকির হোসেন।

অনুষ্ঠানে ‘চাকরি করবো না চাকরি দেব, চাকরিপ্রার্থী হবে চাকরি দাতা’ এই মর্মে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।